গণনার আগের দিন মহাসমারোহে যজ্ঞ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। চোখে সানগ্লাস, পরনে ধুতি, আর নামাবলী, ‘কালারফুল বয়’ মদন মিত্রের যজ্ঞের সাজ খানিক এমনটাই। তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে মদন মিত্র সকলের মঙ্গলকামনায় যজ্ঞ করেন। 'সম্পূর্ণ ফল ঘোষণা না হওয়া পর্যন্ত উপোস থাকবেন ভবানীপুরের তৃণমূল কর্মীরা',যজ্ঞ থেকে শপথ নেন মদন মিত্র।
Sourav Ganguly : ডোনা-র চরিত্রে অভিনয় করবেন কে ? বড় আপডেট দিলেন সৌরভ নিজেই
ভবানীপুরে মদনের যজ্ঞ স্থলে, বড় করে টাঙানো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। যজ্ঞ করে প্রধানমন্ত্রীকে ‘ভন্ড সন্ন্যাসী’ বলে ‘খোঁচা’ দিতেও ছাড়েননি মদন। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন , টিভিতে যে-সব ফল দেখছেন, ওগুলো ভুয়ো।