বৃহস্পতিবার শরীরের অবস্থা হঠাৎ করেই খারাপ হয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee)। ভর্তি করা হয় এসএসকেএম-এর উডবার্ন বিভাগে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের যাবতীয় চিকিৎসার খরচ নিয়েছে রাজ্য সরকার। ২৫ জানুয়ারি সন্ধেবেলা কেন্দ্রের পক্ষ থেকে ফোন করে পদ্মশ্রী নেওয়ার কথা জানানো হয়। সরাসরি তা প্রত্যাখ্যান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শিল্পীকে দেখতে এসে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। তিনি জানান, কেন্দ্রের অপমানের পরই অসুস্থ হয়েছেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।
মদন মিত্র বলেন, "এমনও মাধবী নিশি আসেনি তো আগে। সত্যি বোধ হয়, এমন মাধবী নিশি আর পশ্চিমবঙ্গে আসবেন না। এই শিল্পীকে আমরা চোখের সামনে, আমাদের জীবদ্দশায় দেখেছি। এত বড় শিল্পীকে এই ভাবে অপমানিত হতে দেখলাম। ঘটনাটা ঘটল ঠিক কালকের পরেই। লক্ষ্যনীয় এতদিন কিন্তু হয়নি। হঠাৎ কালকের ওই চরম অপমান, ঔদ্ধত্য ও অহঙ্কারের পরেই কিন্তু এই ঘটনাটা ঘটল। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো মানুষকে অপমান করার মতো অধিকার কেন্দ্রীয় সরকারের নেই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের যদি কোনও ক্ষতি হয়, বাংলার মানুষ দিল্লিকেই দায়ী করবে। দিল্লিকে ছেড়ে কথা বলবে না। এই অপমান বাংলা ভুলবে না।"
আরও পড়ুন: ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ঠের সমস্যা নিয়ে হাসপাতালে সন্ধ্যা মুখোপাধ্যায়
২৫ জানুয়ারি সন্ধেবেলা শিল্পীকে কেন্দ্রর পক্ষ থেকে ফোন করা হয়। জানানো হয়, তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হবে। কিন্তু সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার হঠাৎ করেই ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায়।