Durga Puja 2023 : রাজ্যপালের দুর্গারত্ন সম্মান, নিচ্ছে না কল্যাণীর লুমিনাস ও টালা প্রত্যয়

Updated : Oct 25, 2023 22:57
|
Editorji News Desk

শারদ সম্মান ফেরতে এক বিরল ঘটনার সাক্ষী থাকল বাংলা। বুধবার একযোগে রাজ্যপালের দেওয়া দুর্গারত্ন পুরস্কার ফেরত দিয়ে দিল কল্যাণীর লুমিনাস ক্লাব ও কলকাতার টালা প্রত্যয়। এই দুটি পুজোকেই এবার দুর্গারত্ন সম্মান দিয়েছিল রাজভবন।

কল্যাণীর লুমিনাস ক্লাব জানিয়েছেন, তারা রাজ্যপালের দেওয়া পুরস্কার নেবে না। বরং রাজ্যের ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রের থেকে আনতে পারলে, সেটাই হবে তাদের পুরস্কার। এই ঘটনার কিছুক্ষণ পরেই টালা প্রত্যয়ের তরফে এক বিবৃতিতে পুরস্কার ফেরতের কথা জানানো হয়। 

আরও পড়ুন :  শারদ সম্মান নিতে অস্বীকার, রাজ্যপালের দুর্গারত্ন ফিরিয়ে দিল কল্যাণীর লুমিনাস ক্লাব

টালা প্রত্যয়ের তরফে জানানো হয়েছে, তারা শুনেছেন রাজভবন থেকে দুর্গারত্ন হিসাবে তাদের ক্লাবের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু রাজভবন থেকে কোনও বিচারক তাদের ক্লাবের ঠাকুর দেখতে আসেনি বলেও দাবি করা হয়েছে।

এমনকী, এই পুরস্কারের জন্য তারা কোনও আবেদনই করেনি। তাই এই পুরস্কার নেওয়ার কোনও প্রশ্ন নেই। তবে পরের বছর যদি পরিছন্ন ভাবে এই প্রক্রিয়া হয়, তাহলে তারা অবশ্যই আবেদন করবেন। 

লুমিনাস ক্লাবের এক কর্তা জানিয়েছেন, রাজভবনের থেকে প্রাপ্ত অর্থের থেকেও তাঁরা বেশি চিন্তিত রাজ্যের ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে। সেই কারণে, দিল্লি থেকে ওই টাকা ফেরতের কথা জানিয়েছেন তিনি।

একইসঙ্গে দাবি করেছেন, তাঁদের পুরস্কার ফেরতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বরং গরীব মানুষ টাকা পেলে, সেটাই হবে তাঁদের পুরস্কার। 

এবারের পুজো শুরুর আগেই শারদ সম্মানের কথা ঘোষণা করেছিল রাজভবন। ঘোষণা করা হয়েছিল দুর্গারত্ন সম্মানের। সেই তালিকায় এই দুই ক্লাব ছাড়াও রয়েছে বরাহনগর বন্ধুদল এবং ওই এলাকার আর একটি ক্লাব লো-ল্যান্ড।

যদিও রাত পর্যন্ত এই দুই ক্লাবের তরফে কোনও প্রতিক্রিয়া নেই। এমনকী, শারদ সম্মান ফেরত নিয়ে কোনও প্রতিক্রিয়া নেই রাজভবনের তরফ থেকেও। 

CV Ananda Bose

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট