লোকাল ট্রেনের যাত্রীদের জন্য বিশেষ সুবিধা। এখন আরও সহজে কাটা যাবে ট্রেনের অসংরক্ষিত টিকিট। যে কোনও জায়গা থেকেই ইউটিএস (আনরিজার্ভড টিকিট বুকিং সিস্টেম) অ্যাপের মাধ্যমেই কাটা যাবে টিকিট।
এতদিন পর্যন্ত স্টেশন থেকে ২০ কিলোমিটারের বেশি দূরত্বের কোনও জায়গা থেকে টিকিট কাটা যেত না। এই অ্যাপের মাধ্যমে শুধুমাত্র যে কোনও একটি স্টেশনের ২০ কিলোমিটারের মধ্যে ওই স্টেশনেরই লোকাল ট্রেনের টিকিট কাটা সম্ভব হত। কিন্তু এবার আর সেই বাধ্যবাধকতা থাকল না। এবার থেকে এই অ্যাপের মাধ্যমেই যে কোনও জায়গা থেকে লোকাল ট্রেনের টিকিট কাটা সম্ভব।
শুধু তাই নয়, যাত্রীরা চাইলে কেটে নিতে পারবেন সিজন টিকিট। অর্থাৎ, নিত্যযাত্রীরা চাইলে একসঙ্গে এক মাস কিংবা তিন বা ছয় মাসের টিকিট প্ল্যাটফর্মে বা ট্রেনে চড়েও কেটে নিতে পারবেন।