প্রয়াত চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের মৃত্যু তদন্তে গ্রেফতার লিভ ইন পার্টনার ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সর্বাধিকারী। পুলিশের দাবি, সুইসাইড নোটেও মৃত্যুর জন্য এই কৌশিককেই দায়ী করেছিলেন প্রজ্ঞা। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এদিন গ্রেফতার করা হয় সেনার চিকিৎসককে। শুক্রবার সকালে ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট থেকে সেনা চিকিৎসককে গ্রেফতার করা হয়।
গত সোমবার ব্যারাকপুরের ‘ম্যান্ডেলা হাউস’-এর ২০ নম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৩৭ বছরের ওই মহিলার ঝুলন্ত দেহ। পুলিশ উদ্ধার করে , একটি ছেঁড়া সুইসাইড নোট, ‘‘যে প্রহারের দাগ নিয়ে চলে গেলাম / এর শোধ কেউ নেবে। / আমার মৃত্যুর জন্য কৌশিক দায়ী।’’ প্রজ্ঞার মৃত্যর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর বিচার চেয়ে সোচ্চার হয়েছিল প্রজ্ঞার পরিচিত, বন্ধু সহকর্মীরা। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, প্রজ্ঞাদীপার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।