সংরক্ষণ করতে হবে কলকাতা পুর-নির্বাচনে (KMC election 2021) ব্যবহার করা সমস্ত সিসিটিভি (CCTV)। নির্বাচন কমিশনকে নির্দেশ দিল হাইকোর্ট (Kolkata High Court)। শুধু তাই নয়, সংরক্ষণ করতে হবে সমস্ত ভোটারের হাতের ছাপ, তাঁদের সই এবং কর্তব্যরত প্রিসাইডিং অফিসারদের ডায়েরিও।
কলকাতা পুরভোটে বোমাবাজি, অশান্তি, মারধর ও ভোট লুঠের অভিযোগ তুলে একাধিক মামলা করা দায়ের হয় হাইকোর্টে। ভোট বাতিলের আবেদন করা হয় বিজেপির পক্ষ থেকে।
তাদের অভিযোগ, অবাধে ছাপ্পা ভোট হয়েছে তিলোত্তমার সব বুথেই। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অনেক বুথেই সিসিটিভি কাজ করেনি বলেও অভিযোগ করে বিজেপি।
মামলাটির প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, সংরক্ষণ করতে হবে ইভিএমের ভোটিং রেকর্ড এবং কন্ট্রোল ইউনিটও।