দেখা হল, কিন্তু কোনও কথা হল না। বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্তিন যাত্রায় শুক্রবার তপসিয়ার পিস ওয়ার্ল্ড থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ আনায় হয় রাজ্য বিধানসভায়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভার অলিন্দে এদিন হাজির ছিলেন রাজ্যের শাসক ও বিরোধী দলের নেতা মন্ত্রীরা। তাঁদের সঙ্গেই উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এসে শ্রদ্ধা জানান রাজ্যের বিরোধী দলনেতা। সমবেদনা জানান প্রয়াত মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যকে।
রাজনৈতিক নেতাদের পাশাপাশি এদিন বিধানসভায় এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। ২০২১ পরবর্তী সময়ে রাজ্য বিধানসভা এখনও বাম-শূন্য। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সৌজন্যে বিধানসভার অলিন্দে ফের দেখা গেল বাম নেতাদের। ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীর মতো বাম নেতারা।