আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই চোখধাঁধানো কার্নিভাল শুরু হবে কলকাতা শহরে। উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার পর এটিই প্রথম কার্নিভাল। প্রায় ১০০টি আমন্ত্রিত পুজো কমিটি অংশ নেবে কার্নিভালে৷ তার মধ্যে শহরের বড় এবং নামজাদা পুজোগুলির প্রায় সবই রয়েছে। তবে অংশ নিচ্ছে না গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন। পুজোর প্রধান উদ্যোক্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়ার পর এটি প্রথম কার্নিভাল। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই সরে থাকছেন তাঁরা।
Tele Serial TRP : প্রথম স্থান হারাল গাঁটছড়া, ভাল ফল 'জগদ্ধাত্রী'-র, টিএরপি তালিকায় প্রথম কে ?
শনিবার বিকেল চারটের সময় শুরু হবে কার্নিভাল। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মঞ্চ। রেড রোডে পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে কুচকাওয়াজ। তবে বলবৎ থাকবে কঠা নিয়মকানুন৷ প্রতিটি পুজো কমিটি সর্বোচ্চ ৫০ জনকে নিয়ে আসতে পারবে। এর মধ্যে থাকবেন ঢাকি, শিল্পী, কর্মকর্তা সহ সকলেই। সরকার জানিয়েছে, কোনওরকম বাজি ফাটানো যাবে না।
রেড রোডে কার্নিভালে অংশ নেওয়ার জন্য প্রশাসন প্রতিটি পুজো কমিটিকে তিনটি করে ট্রেলার দেবে। এর বাইরে অতিরিক্ত বেশি ট্রেলার কোনও কমিটি আনতে চাইলে, প্রশাসনের অনুমতি নিয়ে নিজের খরচে অতিরিক্ত ট্রেলার আনতে হবে। ১৬ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমার গাড়িগুলি কেপি রোড ও হসপিটল রোড হয়ে, লাভার্স লেন দিয়ে বেরোবে। ১৬ ফুটের কম উচ্চতার প্রতিমার গাড়িগুলি সরাসরি হেস্টিংস হয়ে কেপি রোড ধরবে।