অল্প হলেও লক্ষ্মীপুজোতে বৃষ্টি হবে। লক্ষ্মীবারেই তা নিশ্চিত করে দিল হাওয়া অফিস। কারণ ১০ অক্টোবরের আগে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না। ফলে যে টুকু বাকি থাকবে তা লক্ষ্মীপুজোতেও ঢালতে পারে। এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাই বেশি বৃষ্টি হবে। প্রথমে ভাবা হয়েছিল পুজো কাটলেই বৃষ্টিও বিদায় নেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সোমবারের আগে তা কাটার কোনও সম্ভবনা নেই। কারণ, অন্ধ্র উপকূলে এখনও দাঁড়িয়ে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ পর্যন্ত রয়েছে নিম্নচাপের রেখা। এই দুয়ের সাঁড়াশি চাপে রবিবার লক্ষ্মীপুজোও বৃষ্টির হাত থেকে বাঁচতে পারছে না।
তবে শুক্র ও শনিবার মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার সকাল থেকে দাপট বাড়বে বৃষ্টির। তার জের ভুগতে হতে পারে উত্তরবঙ্গকে। এবার গোড়া থেকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। বানভাসি হয়েছে বেশ কয়েকটি জেলা। বিদায় বেলাতেও বর্ষার প্রকোপ সেই উত্তরবঙ্গের উপরেই। বিশেষ করে লক্ষ্মীপুজোর দিন স্থানীয় পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, মূলত ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরেই শেষবেলায় বাড়বে বৃষ্টির দাপট। তবে সোমবারের পর থেকে শীতের আমেজ আসছে রাজ্যে। আকাশ কাটবে। বড় কোন অঘটন না ঘটলে, শুকনো হতে পারে দীপাবলি।