Kuntal Ghosh : CBI-র মামলাতেও জামিন কুন্তল ঘোষের, কী কী শর্তে জেলমুক্তি? দেখে নিন এক নজরে

Updated : Nov 29, 2024 14:40
|
Editorji News Desk

নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের মামলায়ও জামিন পেলেন কুন্তল ঘোষ। শুক্রবার সুপ্রিমকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন কুন্তল। এর আগে হাইকোর্ট থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার সিবিআই মামলায়ও জামিন পাওয়ায় জেলমুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের।

দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। কিন্তু ট্রায়াল শুরু হচ্ছে না। এই যুক্তিকে হাতিয়ার করে শুক্রবার সুপ্রিম কোর্টে  জামিনের আবেদন করেন কুন্তল ঘোষের আইনজীবী। এরপরেই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্বল ভুঁইয়ার এজলাস কুন্তল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করে। 

তবে, জেল মুক্তি হলেও কুন্তল ঘোষকে মেনে চলতে হবে একগুচ্ছ শর্ত।  ট্রায়াল কোর্টর বেঁধে দেওয়া শর্তগুলি কী কী ? দেখে নিন এক নজরে। 

১. জেলমুক্তি হলেও পাসপোর্ট জমা রাখতে হবে কুন্তলকে। 

২. দেশের বাইরে যেতে পারবেন না কুন্তল। 

৩. পশ্চিমবঙ্গের বাইরে যেতে হলে তদন্তকারী সংস্থা এবং নিম্ন আদালতের অনুমতি নিতে হবে কুন্তল ঘোষকে। 

৪. তদন্তকারী আধিকারিকরা তদন্তের প্রয়োজনে কুন্তলকে তলব করতে পারবেন যে কোনও সময়। 

৫. কুন্তল ঘোষের জেলমুক্তি হলেও মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংবাদ মাধ্যমে এই মামলা বিষয়ে কোনও মন্তব্য করতে পারবেন না।

৬. কুন্তল ঘোষের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগ এলে তাঁর জামিন খারিজ হয়ে যেতে পারে। 

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২১ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেপ্তার করেছিল কুন্তল ঘোষকে। পরে, ২০ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইডির মামলায় কুন্তল আগেই জামিন পেয়েছেন, এবার জামিন মিলল সিবিআইয়ের মামলায়।       

Kuntal Ghosh

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট