দল ও মন্ত্রিসভা থেকে এখনই বহিষ্কার করা হোক পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। যদি তাঁর এই মন্তব্য দলের কাছে গ্রহণযোগ্য না মনে হয়, তাহলে দল তাঁকেও সব ধরনের পদ সরিয়ে দিতে পারে। তিনি দলের একজন সৈনিক হিসেবেই কাজ করবেন। বৃহস্পতিবার আচমকাই টুইটারে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে তৃণমূলের শীর্ষ নেতারা। এরপর সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস। গত শনিবার তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ জানান, দোষ প্রমাণিত হলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। যদিও কুণাল ঘোষ এটাও স্পষ্ট করে দেন, মন্ত্রিত্ব ও তৃণমূলের পদ থেকে পার্থকে এখনই সরানো হচ্ছে না। বুধবার রাতে অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধারের পর সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ। তিনি জানান, কেন সুযোগ পাওয়া সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায় বলছেন না, তিনি নির্দোষ। এরপরই বৃহস্পতিবার সকালে টুইট করে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলের সব দায়িত্ব থেকে বহিষ্কারের দাবি তুলে দিলেন কুণাল ঘোষ।
আরও পড়ুন: ভোররাত পর্যন্ত চলল গণনার কাজ, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ২৭ কোটি ৯০ লক্ষ উদ্ধার
বুধবার বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আবাসন থেকে টাকা উদ্ধারের পর সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষ। তিনি বলেন, এটাকে কোনওমতেই আড়াল করার চেষ্টা করবেন না। এটা একেবারেই কাম্য নয়। এটা মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা। এত টাকা এক জায়গায় জমিয়ে রাখা আলিবাবার গল্পে দেখা গিয়েছিল! এই ছবি গর্বের নয়, কলঙ্কের। গোটা পরিস্থিতিটাই অস্বাভাবিক।