তিনি তৃণমূলে থাকার চেষ্টা করবেন। রাজ্য সম্পাদক পদ থেকে তাঁকে অপসারিত করার পর এটাই প্রথম প্রতিক্রিয়া কুণাল ঘোষের। তৃণমূলের নীতি বিরোধী মন্তব্য করার জন্য বুধবারই তাঁকে রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয়েছিল।
পাল্টা সাংবাদিক বৈঠক করে কুণালের দাবি, তিনি কী ভুল করছেন, সেটাই এখনও পর্যন্ত বুঝতে পারছেন না। কারণ, উত্তর কলকাতার অরাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি শুধু বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেনি, তিনি তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামও নিয়েছিলেন। নাম না করে এই সিদ্ধান্তের জন্য ডেরেক ও ব্রায়েনের সমালোচনা করেন কুণাল ঘোষ।
এদিন প্রাক্তন তৃণমূল সাংসদ জানান, অনেক আগেই তিনি দলকে চিঠি লিখে এই দুটি পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবুও, তাঁকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল। এদিন উত্তর কলকাতার একটি রক্তদান অনুষ্ঠানে গিয়েছিলেন কুণাল ঘোষ। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে। তারপরেই সামনে আসে কুণাল ঘোষকে অপসারণ করার বিবৃতি।
কুণালকে অপসারণের ঘটনায় এটা তৃণমূলের নিজস্ব সিদ্ধান্ত বলেই জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কটাক্ষ করে তিনি জানিয়েছেন, এইভাবে সাসপেন্ড করতে করতে তৃণমূলই উঠে যাবে। এই ব্যাপারে প্রতিক্রিয়া এড়িয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।