শুক্রবার ইএসআই হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকদের উদ্দেশ্যে পার্থ জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। আর এরপরেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে বিঁধলেন কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, ষড়যন্ত্রের কথা বলতে কেন ৬ দিন সময় লেগে গেল পার্থ চট্টোপাধ্যায়ের। শুধু তাই নয়, কুণালের মতে, কেউ নির্দোষ হলে, সেটা প্রথম প্রতিক্রিয়াতেই বলা উচিত। যদিও নির্দোষ প্রমাণ করার জন্য আইনি লড়াই লড়ার সুযোগ পার্থ চট্টোপাধ্যায় পাবেন বলে উল্লেখ করেন তৃণমূল মুখপাত্র।
আদালতের নির্দেশ মতো গ্রেফতার হওয়ার সাতদিনের মাথায় জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া প্রাক্তন মন্ত্রীকে। সেখানে যাওয়ার পথেই ষড়যন্ত্রের কথা বলেছেন তিনি। এ বিষয়ে তৃণমূল মুখপাত্র বলেন, ‘দল যা বলার সবটাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দিয়েছে। দল যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছেন। এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই।’
আরও পড়ুন- ED Notice To Krishna Kalyani:আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগে এবার কৃষ্ণ কল্যাণীকে ইডির নোটিশ
কুণালের আরও সংযোজন, ‘যদি সত্যি কারও কিছু বলার থাকে, তাহলে তো সে প্রথম দিনেই বলবে। এতদিন চুপ করে থেকে, এখন বলাটা একটু অস্বাভাবিক। তবে তাঁর আইনে লড়ার অধিকার ১০০ বার থাকছে।’ তিনি আরও বলেন, ‘কোনও অন্যায় যদি কেউ না করে থাকেন, তাহলে প্রথম দিনই তো চিৎকার করে বলবেন, আমার সঙ্গে ষড়যন্ত্র হচ্ছে, আমি নির্দোষ। সেটা বলতে যদি ৬ দিন, ৭ দিন সময় লাগে, তাহলে সাধারণের মনে প্রশ্ন উঠবে, এতদিন বলেননি কেন?’