SLST আন্দোলনকারীদের চাকরি দেওয়া নিয়ে জট খুলতে তৎপর শাসকদল। শনিবার ১০০০তম দিনে ধর্মতলার ধর্না মঞ্চে হাজির হয়ে সেই প্রক্রিয়া শুরু করলেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। আন্দোলনকারীদের পাশে বসেই ফোন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তাঁদের সঙ্গে কথা বলিয়ে দেন। ১১ ডিসেম্বর, সোমবার দুপুর ৩টের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন চাকরিপ্রার্থীদের ৭ প্রতিনিধি। যাবেন কুণাল ঘোষ নিজেও।
চাকরির সমস্যার সমাধানা না হওয়ায় মস্তক মুন্ডন করেন রাসমনি পাত্র নামে এক চাকরিপ্রার্থী। এরপরই আন্দোলন মঞ্চ রাজনৈতির সভার রূপ নেন। যান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সাময়িক অশান্তির পরিবেশও তৈরি হয়।
এরপরই কুণাল ঘোষ চাকরিপ্রার্থীদের সঙ্গে ধর্নায় বসেন। শিক্ষামন্ত্রীকে ফোন করে চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনার রাস্তা খুলে দেন তিনি। কুণাল ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অভিষেক সবাই চান, নিয়োগ হোক, চাকরি হোক। কিন্তু কোনও একটা জটে তা আটকে আছে। সেই জট যাতে কেটে যায়, তার জন্য আমার তরফে যা ব্যবস্থা নেওয়ার আগেও তাই নিয়েছি। এবারও নিচ্ছি।"