এই দিনের দিকেই তাকিয়ে ছিলেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। অবশেষে ঐতিহাসিক রায় দান কলকাতা হাইকোর্টের। সোমবার হাইকোর্টের নির্দেশে চাকরি যায় শিক্ষক অশিক্ষক মিলিয়ে প্রায় ২৬ হাজারের।
হাইকোর্টের এই রায়কে দুর্ভাগ্যজনক বলে কুণাল ঘোষ দাবি করেন, যদি কেউ অন্যায় করে থাকেন তাঁরা শাস্তি পাক। কিন্তু যারা যোগ্য, উপযুক্ত তাঁদের এক বন্ধনীতে ফেলে তাঁদের চাকরির দরজা বন্ধ করে দেওয়াটা দুর্ভাগ্যজনক। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে, রাজ্যসরকার যোগ্যদের পাশে সবসময় ছিল। যোগ্যদের চাকরি কেড়ে নেওয়া ঠিক হল না।
SSC Verdict: বেআইনি ২০১৬-এর SSC প্যানেল, নিয়োগ মামলায় রায় কলকাতা হাইকোর্টের, চাকরি হারালেন প্রায় ২৬ হাজার
রায় সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, যাঁদের চাকরি গেল তাঁদের জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্টারমশাইদের পবিত্র চাকরি গরু ছাগলদের মতো হাটে বাজারে বিক্রি হওয়ার অভিযোগও তুলেছেন সুকান্ত মজুমদার।