রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! রবিবার এমনই অভিযোগ, রাজ্য তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। নিয়োগ কেলেঙ্কারিতে বিরোধী দলনেতাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হোক। এই দাবি কুণালের। কুণালের অভিযোগে পাল্টা সরব বিজেপি।
শিক্ষায় নিয়োগ দুর্নীতি সিবিআই ও ইডির তদন্তে ইতিমধ্যেই তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের তালিকায় আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, যুবনেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই আবহে শুভেন্দু অধিকারী জড়িত বলে দাবি করলেন কুণাল ঘোষ।
আরও পড়ুন: অশান্তির আশঙ্কা আছে, তবু শান্তিনিকেতনে যাবেন, জানিয়ে দিলেন অনুপম খের
সম্প্রতি গ্রুপ সি পদে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নথি দেখিয়েই শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কুণাল। রবিবার সাংবাদিক বৈঠকে বলেন, "১৫০ জনকে চাকরি দিয়েছিলেন শুভেন্দু। নির্দেশে ও ব্যবস্থাপনায় ১৫০ জনকে চাকরি দেওয়া হয়েছে। তার মধ্যে ৫৫ জনের চাকরি চলে গিয়েছে।" এই ৫৫ জনের নামের তালিকা প্রকাশ করেছেন কুণাল ঘোষ।