পুজো এগিয়ে আসছে, এই মুহূর্তে কুমোরটুলিতে ব্যস্ততার শেষ থাকার কথা না। জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তবুও যেন এবার ফিকে পুজোর আনন্দ। সমস্ত স্তরের কর্মী থেকে শিল্পীরা ইতিমধ্যেই নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছেন। মিছিলে মিছিলে মুখরিত ব্যস্ত কলকাতা। রবিবার কুমোরটুলিতে মিছিল করলেন মৃৎশিল্পীরা।
‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক।’ এই স্লোগান তুলে, প্রতীকী মূর্তি নিয়ে , দুর্গার চোখে কালো কাপড় বেঁধে মিছিল এগিয়েছে। আরও স্লোগান উঠেছে, ‘চাইছে পুজোর আঁতুড়ঘর, বিচার চাইছে আরজি কর’
শিল্পীরা জানিয়েছেন এবারের পুজো নিয়ে তাঁদের উৎসাহ আগ্রহ নেই, মেয়েটি বিচার না পাওয়া পর্যন্ত কাজে গতি আসা সম্ভব নয়। মৃৎশিল্পীদের প্রতিবাদে শামিল হয়েছেন শিল্পী সনাতন দিন্দাও।