জুনের উষ্ণতম রাত কাটিয়ে ফেলল কলকাতা। সারাদিন ভ্যাপসা গরম থাকলেও সন্ধের পরে পারদ পতন হয়। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় বদলে গেল বৃহস্পতিবার ভোরের ছবি। কারণ এদিন ভোরে নামল না তাপমাত্রার পারদ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থমকে গেল ৩১.২ ডিগ্রি সেলসিয়াসে। যার জেরে জুন মাসের উষ্ণতম রাত কাটাল শহরবাসী।
হাওয়া অফিসের নথি বলছে, বৃহস্পতিবার ছিল শহরের উষ্ণতম রাত। শেষ বার ১৯৯৮ জুন মাসে এই পরিমাণ গরম সহ্য করেছিল শহরবাসী। চলতি জুনে প্রায় ২৫ বছর পর ফের এই পরিমাণ গরম সহ্য করল কলকাতাবাসী।
আরও পড়ুন - গরম কমার লক্ষণই নেই, চলবে তাপপ্রবাহ ,বর্ষা ঢুকতে এখনও দেরি বঙ্গে
ভ্যাপসা গরমের সঙ্গে দোসর লোডশেডিং। যার জেরে একেবারেই সেদ্ধ হওয়ার জোগাড়। তবে, সুখবর দিয়েছে হাওয়া অফিস, আগামী রবিবার থেকে বদল আবহাওয়া।