Kolkata Tram : আর গড়াবে না ট্রামের চাকা, ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছে ১৫১ বছরের ঐতিহ্য

Updated : Sep 24, 2024 13:09
|
Editorji News Desk

কলকাতা । সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলা এক ব্যস্ত শহর । যার আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে অজানা গল্প আর ইতিহাস । কলকাতাকে ঐতিহ্যবাহী শহরও বলা । কত শত যুগ আগের ঐতিহ্যকে এখনও আগলে রেখেছে এই মায়ানগরী । তবে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে যাচ্ছে । নাম লেখাচ্ছে ইতিহাসের পাতায় । যেমন, কলকাতার ১৫১ বছরের ঐতিহ্যবাহী ট্রাম । শহরের দু-এক জায়গায় গেলে চোখে পড়ত ট্রামের যাতায়াত । এতদিন রাস্তায় বাস, অটো, প্রাইভেট গাড়ির ভিড় শহরের বুক চিড়ে চলে যেত ১৫০ বছরের ঐতিহ্য । কিন্তু, এবার সেই ঐতিহ্য হারাতে চলেছে শহরবাসী । রাজ্য পরিবহন দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আর ট্রামের চাকা গড়াবে না । মঙ্গলবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম পরিষেবা 

শহর কলকাতায় যানবাহনের ভিড়ে ও সময়ের সঙ্গে সঙ্গে ট্রামের রুট কমিয়ে দেওয়া হয়েছিল । শুধুমাত্র দু'টি রুটে চলত ট্রাম । একটা হল শ্যামবাজার-ধর্মতলা ও বালিগঞ্জ-ধর্মতলা । কিন্তু, এই দুই রুটেও ট্রাম না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরিবহন দফতরের জানানো হয়েছে, মডেল হিসেবে ট্রাম চলবে শুধু এসপ্লানেড থেকে ময়দান রুটে । ওই রুটে সুজ্জিত হেরিটেজ ট্রাম চালানো হবে পর্যটকদের জন্য । শহরের বাকি রুটে বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম পরিষেবা ।

পরিবহন দফতরের তরফে আরও জানানো হয়েছে, ট্রাম লাইনও তুলে ফেলা হবে । দফতরের এক আধিকারিকের কথায়, ট্রামলাইন গুলোও তুলে ফেলা হবে । ছোটগাড়ির দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে । 

উল্লেখ্য, কলকাতার ঐতিহ্য ট্রাম সংরক্ষণ নিয়ে জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে । গত বছরই মামলার শুনানিতে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম চালু রাখতে রাজ্যকে বিশেষ উদ্যোগের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট । পরে রাজ্য আদালতকে জানিয়েছিল কলকাতার চারটি রুটে ট্রাম চলবে। তবে, সম্প্রতি কোর্টকে রাজ্য জানিয়েছে, রাস্তা বাড়েনি। যানবাহন বেড়েছে। তাই যানজট হচ্ছে । ট্রাম চালানো সম্ভব হচ্ছে না ।     

Kolkata Tram

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট