পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে তিনি যাবেন বেলুড় মঠ। তার পর রেসকোর্স থেকে কপ্টারে শান্তিনিকেতন যাওয়ার কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা শহরে। একাধিক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা ১০ মিনিট
উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, খিদিরপুর রোড, দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বিকল্প পথ মেয়ো রোড-ডাফরিন রোড-আউট্রাম রোড , জওহরলাল নেহরু রোড, সেন্ট জর্জেস গেট রোড-হাওড়া ব্রিজ।
সকাল ৮টা ৪০ মিনিট থেকে সকাল ১১টা ১৫ মিনিট
এজেসি বোস উড়ালপুল এবং মা উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড এজেসি বোস উড়ালপুলের বদলে এজেসি বোস রোড ব্যবহার করা যাবে। মা উড়ালপুলের বিকল্প পথ পার্ক সার্কাস কানেক্টর।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা
উত্তরমুখী খিদিরপুর রোড এবং দক্ষিণমুখী খিদিরপুর রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড।