২ দিনের রাজ্য় সফরে সোমবার কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার কলকাতায় একাধিক কর্মসূচি তাঁর। মঙ্গলবারও আছে একগুচ্ছ কর্মসূচি। কড়া নিরাপত্তা শহরজুড়ে। ২ দিনই যান চলাচলে নিয়ন্ত্রণ করবে কলকাতা ট্রাফিক পুলিশ। জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে।
সোমবার
১২টা থেকে ১টা ৩০
খিদিরপুর রোড-
বিকল্প
সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড
এজেসি বোস রোড
এক্সাইড মোড়ের মাঝের অংশ
বিকল্প
এজেসি বোস উড়ালপুল
লাভার্স লেন
বিকল্প পথ
ডি এল খান রোড
এটিএম রোড
বিকল্প পথ
শরৎ বোস রোড
১টা থেকে ২টো
বন্ধ থাকবে
রেড রোড - বিকল্প মেয়ো রোড
রাণি রাসমণি অ্যাভিনিউ -বিকল্প স্ট্র্যান্ড রোড
গিরিশ পার্ক
এসপ্ল্যানেড মোড়
রবীন্দ্র সরণি থেকে সিআর অ্যাভিনিউ- বিকল্প পথ আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট
এসপ্ল্যানেড-গিরিশ পার্ক
বিকল্প পথ এপিসি রোড
বিবেকানন্দ রোড
বিকল্প পথ
বিডন স্ট্রিট
বিবি গাঙ্গুলি স্ট্রিট
বিকল্প পথ
গণেশ চন্দ্র অ্যাভিনিউ
বিকেল ৪টে থেকে ৬টা ১০ মিনিট
রানি রাসমণি অ্যাভনিউ
বিকল্প
জওহরলাল নেহরু রোড
অকল্যান্ড রোড
বিকল্প
কিরণশঙ্কর রায় রোড
মঙ্গলবার
সকাল সাড়ে ৭টা থেকে ৯টা ১০ মিনিট
রেড রোড
বিকল্প পথ
মেয়ো রোড/ ডাফরিন রোড/আউট্রাম রোড
খিদিরপুর রোড
বিকল্প পথ
সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড
দ্বিতীয় হুগলী সেতু
বিকল্প পথ
হাওড়া ব্রিজ
মঙ্গলবার
সকাল ৮টা ৪০ থেকে ১১টা ১৫ মিনিট
এজেসি বোস রোড
বিকল্প পথ
সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড
মা উড়ালপুল
বিকল্প পথ
পার্ক সার্কাস কানেক্টর
সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ হবে।