বড়দিনের আমেজে শহর কলকাতায় একের পর এক বেপরোয়া ঘটনা। ২৫ ডিসেম্বর শহরজুড়ে সব মিলিয়ে ৫৩২টি আইন ভাঙার ঘটনা ঘটেছে। পাশাপাশি মোট ৫০.৪ লিটার পরিমাণের মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, বড়দিনে মদ্যপ অবস্থায় এবং ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোর একাধিক ঘটনা ঘটেছে। যার মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা রয়েছে ১০৩টি। ট্রাফিক আইন ভাঙার ১০৮টি। হেলমেট না পরে বাইক চালানোর ঘটনা ৯৯৯টি।
আরও পড়ুন - ডিসেম্বরে শীতের আমেজ উধাও, চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা, হতে পারে বৃষ্টিও
এছাড়াও হেলমেট না পরে বাইক সওয়ার করার ৯২টি ও অন্যান্য কারণে আইন ভাঙার ৩০ টি ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে ২৮৮ জনকে। যা গত বছরের তুলনায় সংখ্যায় অনেকটাই বেশি।