SSKM Hospital: বিশ্বের অন্যতম সেরা রাজ্যের হাসপাতাল, আন্তর্জাতিক স্বীকৃতি পেল কলকাতার এসএসকেএম

Updated : Apr 05, 2022 20:52
|
Editorji News Desk

বিশ্বের অন্যতম সেরা হাসপাতালের তকমা পেল কলকাতার এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। রোগীদের পরিষেবা, স্বাস্থ্যমূলক গবেষণা, সুপার স্পেশালিটি কেয়ার, সব দিক থেকে বিশ্বের অন্যতম সেরা হাসপাতালের তালিকায় স্থান করে নিল এসএসকেএম হাসপাতাল। একই সঙ্গে এই তালিকায় আছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস (AIIMS)।

'নিউজ উইক' (News Week) নামে একটি আন্তর্জাতিক ম্যাগাজিন বিশ্বের সব মহাদেশের হাসপাতালগুলির একটি সমীক্ষা চালায়। এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকার বেশ কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালে সমীক্ষা (Survey) চালায়। সেখানে রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশালিটি কেয়ার সহ একাধিক বিষয় নিয়ে সমীক্ষা করে। ম্যাগাজিনের গ্লোবাল ইন চিফ ন্যান্সি কুপার ও সিইও ডয় ফ্রেডরিখ সওয়াদন্ত এই স্বীকৃতির কথা জানিয়েছেন এসএসকেএমের অধিকর্তা (SSKM Super) ড. মণিময় বন্দ্যোপাধ্যায়কে। ২ মার্চ এই সমীক্ষা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, এসএসকেএম রোগী পরিষেবার ক্ষেত্রে অন্য হাসপাতালগুলির থেকে অনেকটাই এগিয়ে।

এই সমীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৮০ হাজার চিকিৎসক, হাসপাতালের ম্যানেজার, হেলথ কেয়ার প্রফেশনালরা। তাদের বিচারেই এসএসকেএম এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। নিউজ উইকের মেইলে জবাব দিয়েছেন এসএসকেএমের অধিকর্তা। তিনি লেখেন, "এই স্বীকৃতি একার নয়। হাসপাতালের চিকিৎসক, অধ্যাপক থেকে চতুর্থ শ্রেণির কর্মী সবাই একযোগে কাজ করেছেন বলেই এই সাফল্য এসেছে। আগামীতে রোগী পরিষেবা ও চিকিৎসা গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।"

আরও পড়ুন: র‍্যাগিংয়ের অভিযোগ ঘিরে ধুন্ধুমার, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে ছাত্র সংঘর্ষ

রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম। এই হাসপাতালের প্রত্যেক বিভাগকে সুপার স্পেশ্যালিটি হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। স্পোর্টস মেডিসিন, ক্যানসার গবেষণা, নিউরো অর্থো, ইএনটি এবং হেমাটোলজিতে উৎকর্ষ দেখিয়েছে। করোনাকালে কোভিডের পার্শ্বপ্রতিক্রিয়া এবং মিউকোরমাইকোসিসের উপর গবেষণা দেশের মধ্যে সাড়া ফেলেছিল। আইসিএমআরেরও (ICMR) স্বীকৃতিও পেয়েছে এসএসকেএম। এবার ইউরোপ, আমেরিকা, এশিয়ার ২৭টি হাসপাতালের মধ্যে অন্যতম সেরার শিরোপা পেল বাংলার পিজি হাসপাতাল।

AIIMSSSKM hospitalmedical college

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট