যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই কলকাতার আরজি কর (RG kar) মেডিক্যালে এক ইন্টার্নের মৃত্যু ঘিরে উত্তেজনা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। পুলিশের প্রাথমিক অনুমান বিষক্রিয়ার জেরে শুভ্রজ্যোতি দাস নামে ওই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন - স্বপ্নদীপের সঙ্গে আলাপ কীভাবে, যাদপুরের ঘটনায় গ্রেফতার সৌরভ আসলে কে, জেনে নিন
হাসপাতালের হস্টেলে নয়, নিমতায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শুভ্রজ্যোতি। কিন্তু, গত কয়েক দিন ধরেই হাসপাতালে যাচ্ছিলেন না ওই ইন্টার্ন। এরপরেই শুক্রবার শুভ্রজ্যোতির নিথর দেহ উদ্ধার করেন তাঁর কাকা। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।