তিলোত্তমার মুকুটে নয়া পালক। বিশ্বের ধনীতম শহরগুলির মধ্যে জায়গা করে নিল কলকাতা। ভারতের ধনীতম শহরগুলির মধ্যে ৪ নম্বরে জায়গা করে নিয়েছে ‘সিটি অফ জয়’। ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ নামে লন্ডনের একটি সংস্থা পৃথিবীর ধনীতম শহরগুলির একটি তালিকা প্রকাশ করেছে।
বিশ্বের ধনীতম শহরের তালিকায় ৬৩ নম্বরে রয়েছে কলকাতা। আর দেশের মধ্যে কলকাতা ৪ নম্বরে রয়েছে। সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ আমেরিকান ডলার বা তার চেয়েও বেশি, শহরের এমন বসবাসকারীদের সংখ্যার ভিত্তিতে তালিকা তৈরি করেছে ওই সংস্থা।
কলকাতায় এমন ধনবানের সংখ্যা ১২ হাজার ১০০ জন। দেশের মধ্যে ধনীতম শহরের তালিকায় পয়লা নম্বরে রয়েছে মুম্বই। বাণিজ্যনগরীতে কোটিপতির সংখ্যা ৫৯ হাজার ৪০০ জন। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দিল্লি এবং বেঙ্গালুরু। কলকাতার পরেই রয়েছে হায়দরাবাদ।
বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকার শীর্ষে নিউ ইয়র্ক। দ্বিতীয় স্থানে টোকিয়ো।