২২ তারিখ অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। রাজ্য বিজেপির ঠাসা কর্মসূচি। অন্যদিকে দিনেই সর্ব ধর্ম সমন্বয়ের জন্য ‘সংহতি যাত্রার’ ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে সংহতি যাত্রার মিছিল বের হবে, যাবে পার্ক সার্কাস অবধি। মিছিলে সব ধর্মের মানুষদের আহ্বান জানানো হয়েছে। হাঁটবেন খোদ তৃণমূল সুপ্রিমো।
Ram Mandir inauguration: সোমবার ছুটি ঘোষণা হিমাচল প্রদেশ ও ঝাড়খণ্ডে, ক্ষমতায় রয়েছে INDIA-র শরিক ২ দল
শহরে নিরাপত্তা বজায় রাখতে কলকাতা পুলিশকে সজাগ থাকতে বলা হয়েছে। পাশাপাশি মিছিল চলাকালীন একাধিক থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে , প্রয়োজনে ভিডিও করতেও বলা হয়েছে। শুধু তাই নয়, কোনও রাস্তা বন্ধ না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে।