আগামী মঙ্গলবার স্বাধীনতা দিবস (Independence Day 2023)। ইতিমধ্যেই দেশ জুড়ে সাজো সাজো রব। বাড়তি নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা দেশ। তালিকায় রয়েছে শহর কলকাতাও। ইতিমধ্যেই জোরকদমে কাজ শুরু করেছে লালবাজার (Lalbazar)।
সূত্রে খবর, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহরের বুকে মোট ৬টি ওয়াচ টাওয়ার বসবে। তার সঙ্গে থাকবে ৬টি পুলিশ সহায়তা কেন্দ্র। নিরাপত্তার স্বার্থে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হচ্ছে। স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ তারিখ রাত ১০টা থেকে বন্ধ থাকবে ধর্মতলার ডাউন র্যাম্প।
আরও পড়ুন - ছেলে জানায় স্বপ্নদীপের ব়্যাগিং হয়েছিল, দোষীরা শাস্তি পাক, মন্তব্য দীপশেখরের বাবা-মা-র
কেমন থাকবে রাস্তাঘাট?
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রেড রোড, কেপি রোড, হসপিটাল রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড–সহ মধ্য কলকাতার একাধিক পথে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যার জেরে বিপুল যানজটের আশঙ্কা করা হচ্ছে।