রাজভবনে মহিলার শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় তিন কর্মীকে আজ, রবিবার লালবাজারে তলব করল পুলিশ। গত দোসরা বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন নির্যাতিতা। ওই ঘটনায় রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
শুক্রবারই আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন ওই তরুণী। তাঁর অভিযোগ, দোসরা মে ঘটনার দিন তাঁকে রাজভবনে আটকে রাখা হয়েছিল। পুলিশের খাতায় নাম রয়েছে, সএস রাজপুত, কুসম ছেত্রী এবং সন্ত লালের। তাঁরা সবাই রাজভবনের কর্মী।
চলতি মে মাসের দু তারিখ হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন রাজভবনের ওই অস্থায়ী কর্মী। তাঁর অভিযোগ ছিল, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁকে দুবার শ্লীলতাহানি করেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলিশকে ওই তরুণী জানান, প্রথমে ২৪ এপ্রিল এবং পরে দোসরা মে তাঁকে শ্লীলতাহানি করা হয়।