শনিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগের সন্ধেয় খাস কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। বড়বাজার থাকা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মোট ৫৪ লক্ষ ৩২ হাজার টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ধৃতদের নাম সৌরভ সিংহ, চন্দ্রমোহন ঠাকুর এবং প্রদীপ সিংহ। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতি এবং শুক্রবার মিলিয়ে এই মোটা টাকা উদ্ধার হয় বড়বাজার, বৌবাজার এবং পোস্তা এলাকা থেকে। হাওয়ালার মাধ্যমে ওই টাকার লেনদেন চলছিল। তল্লাশি চালিয়ে, বড়বাজারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোডে সৌরভ সিংহের কাছ থেকে ১৪ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন - ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গে
এরপর পোস্তা এলাকায় বারুইপুরের বাসিন্দা চন্দ্রমোহন ঠাকুর নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ১০ লক্ষ টাকা। বাকি ৩০ লক্ষ টাকা উদ্ধার হয় বৌবাজারে প্রদীপ সিংহের কাছ থেকে। এই বিপুল পরিমাণ টাকার উৎসের খোঁজে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।