RG কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচি নিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ওই কর্মসূচি থেকে মোট ২২০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক বেশ কয়েকজন।
এবিষয়ে ADG দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়ার হলেও অশান্তি তৈরি করা হয়েছে পুরো কর্মসূচিকে কেন্দ্র করে। সাধারণ মানুষের জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে ছিল। কিন্তু কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে পুরো বিষয়টি সামাল দিয়েছে।
অন্যদিকে পুরো কর্মসূচি শেষ হওয়ার পর কলকাতা পুলিশের তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়। সেখানে বেশ কয়েকজনের সন্ধান চাওয়া হয়েছে। এমনকি সুপ্রতীম সরকারও জানিয়েছেন যাঁরা এদিনের কর্মসূচিতে অশান্তি পাকিয়েছেন তাঁদের খোঁজ চালানো হচ্ছে।
কলকাতা পুলিশের করা ফেসবুক পোস্টে এক মহিলা সহ কয়েকজনের ছবি রয়েছে। যাঁদের হাতে ইট রয়েছে। যদিও কী কারণে তাঁদের সন্ধান চাওয়া হচ্ছে তা ওই পোস্টে উল্লেখ করা হয়নি।