বেহালা দুর্ঘটনা কাণ্ডে এখনও পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক লরির চালক ও খালাসিকে শুক্রবারই গ্রেফতার করা হয়। এরপরও ধরপাকড় চলছে। শনিবার দুপুরে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানান, শুক্রবারের ঘটনা সত্ত্বেও কলকাতা পথ নিরাপত্তায় অনেকটাই সুরক্ষিত। অন্য মেট্রো শহর, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের থেকে এগিয়ে কলকাতা। দুর্ঘটনা এড়াতে পথচারীদের সতর্ক হওয়ার কথাও বলেন। সব সময় যে চালকের ভুল থাকে এমন নয় বলেই দাবি পুলিশ কমিশনারের।
শনিবার সকাল থেকেই পুলিশের কড়া নজরদারিতে যানচলাচল স্বাভাবিক। চৌরাস্তার কাছে পুলিশে ছয়লাপ। শুক্রবার সকালে বেহালার চৌরাস্তার কাছে লরি দুর্ঘটনায় মৃত্যু হয় বড়িশা হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের। তাঁর বাবা বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি। এর পরই পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় জনতার। একদিন পরই পুলিশি তৎপরতা।
আরও পড়ুন: আরও কম সময়ে পটনা, রাজ্যের ঝুলিতে আরও এক বন্দে ভারত
পুলিশ কমিশনার জানান, রাত থেকেই পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পথ নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা করা হচ্ছে।