কলকাতা পুলিশের দায়িত্ব নিয়েই বড় বৈঠকের ডাক দিলেন সিপি মনোজ বর্মা। বৃহস্পতিবার দিনভর উত্তর কলকাতার একাধিক থানা পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে পুজোয় ফেরার প্রস্তুতিও শুরু করে ফেললেন তিনি।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো নিয়ে আগামী ২৫ তারিখ একটি বৈঠকও ডেকে ফেলেছেন নয়া পুলিশ কমিশনার। ডিসি, এসি, ওসি-দের তলব করা হয়েছে সেই বৈঠকে। লালবাজার সূত্রে খবর, আগামী ২৫ সেপ্টেম্বর, সন্ধ্যা ছ'টায় আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে লালবাজারের পদস্থকর্তারা বৈঠকে বসবেন।
এই বৈঠকে পুরসভা, দমকল, বিদ্যুৎ বণ্টন বিভাগের আধিকারিকদেরকেও থাকতে বলা হয়েছে। এই বৈঠকে মূল বিষয় বস্তু থাকবে আইনশৃঙ্খলা। পুজোর আগে ফি বছর এই বৈঠকের আয়োজন করা হয়।
এটি এক প্রকার রুটিন বৈঠক হলেও, চলতি বছর আরজি কর কাণ্ডের জেরে উত্তাল রাজ্য-রাজনীতি। শহর জুড়ে প্রায় রোজই মিটিং-মিছিল, প্রতিবাদ লেগেই থাকে।
এই পরিস্থিতিতে শহরের প্রাণ কেন্দ্রে বড় বড় মণ্ডপগুলির কাছে সাধারণ মানুষের আন্দোলনের বিষয়টিও নজরে রাখছে কলকাতা পুলিশ। যে কারণে বাড়তি নজরে রাখা হচ্ছে আইন আইনশৃঙ্খলার দিকে।