কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে দেখতে তাঁর বাড়িতে গেলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। নবান্ন অভিযানের দিন ইটের আঘাত লেগেছিল দেবাশিস চক্রবর্তীর চোখে। তারপর চিকিৎসা করাতে হায়দরাবাদ গিয়েছিলেন তিনি।
RG কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান করেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহারা নিয়েছিল কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকা। সেখানেই কর্মরত অবস্থায় ছিলেন দেবাশিস চক্রবর্তী। বিক্ষোভ চলাকালীন ইট ছোড়েন বিক্ষোভকারীরা। সেই সময় একটি ইটের টুকরো দেবাশিস চক্রবর্তীর বাঁ চোখে লাগে। রক্ত বের হতে শুরু হয়।
এরপর তাঁকে কলকাতার শংকর নেত্রালয়ে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর চোখের অস্ত্রোপচার হয়। তারপর অতি দ্রুত হায়দরাবাদের L V প্রসাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরও ভালো চিকিৎসার জন্য। চিকিৎসা করিয়ে ফিরে আসার পর রবিবার অর্থাৎ আজ তাঁর বাড়িতে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
তাঁকে দেখার পর পুলিশ কমিশনার বলেন, আগের থেকে ভালো আছেন দেবাশিস। আস্তে আস্তে চোখের পরিস্থিতি উন্নতি হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। কলকাতা পুলিশের তরফে চিকিৎসার পুরো দায়িত্ব নেওয়া হয়েছে। এদিকে কাজে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দেবাশিস চক্রবর্তীর কাজে যোগ দিতে এখনও সময় লাগবে।
আহত সার্জেন্ট জানিয়েছেন, আগের থেকে বেশ কিছুটা সুস্থ রয়েছেন তিনি। বাঁ চোখে পুরোপুরি ব্যান্ডেজ করা রয়েছে। ফলে এখনই দেখতে পাচ্ছেন না। চিকিৎসকরা নিয়মিত তাঁকে দেখছেন। কলকাতা পুলিশের তরফেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।