পুজোর আগেই রাজ্য তথা মহানগর কলকাতা জুড়ে বাড়ছে ডেঙ্গির (Dengue in Kolkata) প্রকোপ। ডেঙ্গির মশা ছাড়ল না খোদ পুলিশের ঊর্ধ্বকর্তাকেও! ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হলেন কলকাতার নগরপাল (Kolkata police commissioner Dengue affected) বিনীত গোয়েল। চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
সূত্রের খবর, দিনকয়েক ধরে জ্বরে ভুগছিলেন বিনীত গোয়েল (Vineet Goyal)। উপসর্গও ডেঙ্গুর মতো তা খেয়াল করেন চিকিৎসকরা। রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেন তাঁরা। সেই অনুযায়ী রক্ত পরীক্ষা করান নগরপাল। রিপোর্ট হাতে আসার পরই জানা যায় সত্যিই ডেঙ্গু আক্রান্ত বিনীত গোয়েল। বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
আরও পড়ুন: রাজ্য জুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, সেপ্টেম্বরের গোড়ায় ভয় ধরাচ্ছে পরিসংখ্যান
কলকাতায় ডেঙ্গি (Dengue in Kolkata) সংক্রমণ বেড়েই চলেছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শহরবাসীর জন্য সতর্কতাও জারি করা হয়েছে। ডেঙ্গি আক্রান্তদের প্লেটলেট না কমলেও সতর্ক থাকতে বলা হয়েছে। রোগীর শরীরে হাইড্রেশনের মাত্রাতেও নজর রাখতে বলেছে স্বাস্থ্য দফতর।
উল্লেখ্য, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমশ জটিল হচ্ছে তিলোত্তমার অবস্থা। বুধবার রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৩৭। ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতর এবং পুর ও নগর উন্নয়নের তরফে হাওড়া এবং বালি পুর এলাকা ছাড়াও দক্ষিণ দমদম, কামারহাটি, বিধাননগর, শ্রীরামপুরে বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা ও হাওড়া ছাড়াও হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিং জেলায় ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।