হাতে আর মাত্র একদিন। শনিবার বিকেল সাড়ে ৪টে থেকেই রেড রোডে শুরু হয়ে যাবে পুজো কার্নিভাল। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মোট ১০০টি পুজো অংশ নেবে এবারের কার্নিভালে। মোট ৪টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য রাজবাড়ির আদলে গড়ে তোলা হয়েছে দুটি মঞ্চ।
জানা গিয়েছে, বিকেল ৫টা থেকে শুরু হবে মূল পর্বের অনুষ্ঠান। তবে এবারের কার্নিভাল ঘিরে পুলিশের তরফে জারি হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে পুজো কমিটিগুলোকে রেড রোডে আসার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি পুজো পিছু ৩টি ট্যাবলোর অনুমতি রয়েছে। পাশাপাশি, ঠাকুর পিছু সর্বাধিক ৫০ জন শোভাযাত্রায় অংশ নিতে পারবে। তবে মুখ্যমন্ত্রীর জন্য কোনও উপহার আনা যাবে না এবার।
আরও পড়ুন- Dona Ganguly: শারীরিকভাবে এখনও দুর্বল, চিকিৎসকদের আপত্তিতেই পুজো কার্নিভালে নেই ডোনা
কলকাতা পুলিশ সূত্রে খবর, ফোর্ট উইলিয়ামের কাছে অপেক্ষা করতে হবে পুজো উদ্যোক্তাদের। রেড বোডের পাশাপাশি কলকাতার বিভিন্ন ঘাটেও থাকছে কড়া নিরাপত্তা। শুক্রবারও বেশকিছু পুজো কমিটির নিরঞ্জন পর্ব চলবে। ফলে পুলিশের পাশাপাশি কেএমসির নিকাশি দফতরের প্রায় ১২০০ কর্মী মোতায়েন থাকবে বিভিন্ন ঘাটে।