পার্কিং ফি বাড়ানো নিয়ে এবার নতুন খসড়া তৈরি করল কলকাতা পুরসভা। এই নতুন খসড়া অনুযায়ী, সরকারি ভাবে যে পার্কিং ফি রয়েছে তা সম্ভবত বাড়িয়ে দ্বিগুণ করা হবে।
এই নিয়ে ইতিমধ্যেই মেয়রের অফিসে একটি খসড়া জমা দেওয়া হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম এই খসড়ায় সম্মতি দিলে এবার সেই ফি বাড়ানোর প্রস্তাব পাঠানো হবে নবান্নে। আর নবান্নে তা পাশ হলে বাড়িয়ে দেওয়া হবে পার্কিং ফি।
গত ১২ বছর ধরে একই রয়েছে শহর কলকাতার পার্কিং ফি। গত ১ এপ্রিল থেকে প্রায় আড়াই গুণ হারে পার্কিং ফি বাড়িয়েছিল পুরসভা। যা নিয়ে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। শেষ পর্যন্ত হাল ধরতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজে সাংবাদিকদের ডেকে সেই বর্ধিত ফি বাতিল করে দিয়েছিলেন তিনি।