আগামী বছর থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা আরও বাড়তে চলেছে। ফলে বাড়বে যাত্রী সংখ্যা। সেকারণে অতিরিক্ত রেক আনার পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো রেল। বর্তমানে কলকাতা মেট্রোয় ১৪টি রেক থাকলেও আগামী বছর দেড়েকের মধ্যে আরও অন্তত ৭টি রেক আনার ভাবনাচিন্তা করা হচ্ছে। ইতিমধ্যে ভারত আর্থ মুভার্স লিমিটেডকে ৩টি রেক তৈরির বরাত দেওয়া হয়েছে।
চলতি বছরের শেষেই হাওড়া থেকে এসপ্লানেড মেট্রো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী বছরের মে মাসের মধ্যে হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ফলে অতিরিক্ত দূরত্ব পরিষেবা দিতেই নতুন মেট্রো রেক আনার ভাবনাচিন্তা করা হয়েছে।
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, প্রথমে রায়বরেলির মর্ডান কোচ ফ্যাক্টারিকে ওই কোচ তৈরির বরাত দেওয়ার ভাবনাচিন্তা করা হয়েছিল। দু-তরফে আলোচনাও হয়েছিল। কিন্তু মর্ডান কোচ ফ্যাক্টারির কোচ তৈরির পূর্ব অভিজ্ঞতা না থাকায় মেট্রো কর্তারা ভারত আর্থ মুভার্স লিমিটেডকে তিনটি রেক তৈরির বরাত দেওযা হয়।