মেট্রোতে ফের ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা দুই তরুণ তরুণীর। ঘটনাটি ঘটেছে, নোয়াপাড়া মেট্রো স্টেশনের ডাউন লাইনে। শনিবার ৬টা ৩৪ মিনিট নাগাদ নোয়াপাড়া স্টেশনে ট্রেন ঢুকতেই ওই দুজন ঝাঁপ দেন বলে মেট্রো রেল সূত্রে খবর। এর জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয়ে যায় মেট্রো পরিষেবা। ফের ৭টা বেজে ১৪ মিনিটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। ৪০ মিনিটের মতো বন্ধ ছিল পরিষেবা।
Odisha Train Accident: 'যতদিন বাঁচব, এই বিভীষিকা তাড়া করবে', ট্রেন দুর্ঘটনায় ভয়ঙ্কর অভিজ্ঞতা পাল দম্পতির
দক্ষিনেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। মেট্রো পরিষেবা চালু ছিল কবি সুভাষ থেকে গিরিশপার্ক পর্যন্ত রুটে। ভোর সন্ধ্যায় এই ঘটনা ঘটায় বেজায় ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।