দোলের দিন দেরিতে শুরু হবে কলকাতা মেট্রো রেল পরিষেবা। যদিও শেষ মেট্রোর সময়ে পরিবর্তন করা হয়নি বলেই জানানো হয়েছে কলকাতা মেট্রোর তরফে।
২৫ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার বঙ্গে পালিত হবে দোল। সেই কারণেই সকালের বদলে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ২টো ৩০ মিনিট থেকে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ স্টেশনে এই সময় মেট্রো পরিষেবা শুরু হবে ।
আরও পড়ুন - গার্ডেনরিচের পর আজ নবান্ন, হাজির মুখ্যমন্ত্রী, প্রশ্ন কবে থেকে প্রচারে নামবেন মমতা ?
তবে, দোলের পরদিন মেট্রো পরিষেবা স্বাভাবিকই থাকবে। দোলের দিন এই শাখা ছাড়া শিয়ালদহ থেকে সল্টলেক, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান শাখার মেট্রো পরিষেবা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।