অফিস টাইমে ফের মট্রো বিভ্রাট শহরে। বিদ্যুৎ বিভ্রাটের জেরে সেন্ট্রাল থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো চলাচল ব্যহত। সেন্ট্রাল থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত একটি ট্রেন পৌঁছলে উল্টো দিক থেকে পার্ক স্ট্রিটমুখী কোনও ট্রেন ছাড়া হচ্ছে। পাশাপাশি চলছে না আপ এবং ডাউন ট্রেন।
মঙ্গলবার সকাল সওয়া দশটা থেকে হঠাৎ করেই পার্ক স্ট্রিট মেট্রো রেকে বিদ্যুৎ বিভ্রাট হয়। চরম ভোগান্তিতে পড়েছেন অফিস যাত্রীরা।
রেল আধিকারিকরা জানাচ্ছেন, পার্ক স্ট্রিটে বিদ্যুৎ সংযোগের সমস্যা হয়েছে। মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা কাজ করছেন। সমস্যার সমাধান হতে লাগতে পারে ২ থেকে ৩ ঘণ্টা।