পার্কস্ট্রিটে (Park Street Metro) তৈরি হবে আরও একটি মেট্রো স্টেশন। কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। মেট্রো রেলের উত্তর-দক্ষিণ শাখায় এখন যে স্টেশনটি রয়েছে পার্কস্ট্রিটে তার পাশেই তৈরি হবে নতুন মেট্রো স্টেশন।
আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন নির্মাণের জন্য ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে। এই মেট্রো স্টেশনটি করিডর হিসেবেও ব্যবহার করা যাবে। ফলে সহজেই দমদম থেকে পার্কস্ট্রিট হয়ে পৌঁছে যাওয়া যাবে জোকাতে।
আরও পড়ুন - রোদের দেখা মিলতে না মিলতেই ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে !
জোকা মেট্রো করে পৌঁছন যাবে এসপ্ল্যানেডে। ইতিমধ্যেই জোকা-তারাতলা লাইনের একাংশ চালু হয়ে হয়ে গিয়েছে। এবার শুরু হল বাকি অংশের কাজও। আন্দাজ করা হচ্ছে আগামী চার বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এই কাজ। এই স্টেশন তৈরির জন্য ময়দানের একাধিক ক্লাব ভেঙে ফেলা হবে। যদিও পরে সেগুলি তৈরি করে দেওয়া হবে।