ইদের দিন পরিষেবায় কিছু রদবদলের কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। বৃহস্পতিবারের কথা মাথায় রেখে এই রদবদল করা হচ্ছে। ছুটির দিনে একটি রুটে পরিষেবা বন্ধ থাকবে। বাকি তিনটি শাখাতে অন্যদিনের তুলনায় কম রেক চালানো হবে।
মঙ্গলবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ, হাওড়া ময়দান-এসপ্লানেড এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ শাখায় মেট্রো চলবে। তবে, এদিন জোকা-তারাতলা শাখার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
আরও পড়ুন - নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট দিতে মুখ্যসচিবকে সময় বেঁধে দিল আদালত
এদিন নর্থ-সাউথ মেট্রো করিডরে ২৩৪টির বদলে ২৮৮টি মেট্রো চালানো হবে। আর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড শাখায় ১৩০টি ট্রেনের বদলে ১২২টি মেট্রো চালানো হবে। আর সেক্টর ফাইভ শাখায় ১০৬টির বদলে মেট্রো চালানো হবে মাত্র ৯০টি।