ভিড়ের দৌড়ে সেরার সেরা দমদম। একাদশীর দিন মেট্রো রেলের হিসাব বলছে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এবার মেট্রো চেপেছেন প্রায় সাড়ে ৪১ লক্ষ মানুষ। তাতে আয় হয়েছে মোট ৬ কোটি ১২ লাখ টাকা। যার বেশির ভাগটাই এসেছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে। যেখান থেকে আয় ৫ কোটি ৭৯ লাখ টাকা।
পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রোর দক্ষিণেশ্বর শাখায় জনসমাগম হয়েছে ৩৯ লক্ষ। এরমধ্যে রেকর্ড তৈরি করেছে দমদম। এই পাঁচদিন ওই স্টেশনে যাত্রী সংখ্যা রেকর্ড হয়েছে তিন লক্ষ ৮৪ হাজারের বেশি। এরপরেই রয়েছে কালীঘাট। উত্তরের স্টেশনের মধ্যে ভিড়ের নিরিখে বাকিদের টেক্কা দিয়েছে শোভাবাজার।
পুজোর দিনেই ভালই ভিড় টেনেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রায় ২ লাখ ১৬ হাজার যাত্রী শিয়ালদহ- সেক্টর ফাইভ লাইনে যাতায়াত করেছেন। নিউটাউনের বেশ কিছু বড় দুর্গাপুজোয় এবার প্রচুর ভিড় হয়েছে পুজোয়। তাদের আয় প্রায় ৩৩ লাখ টাকা।