চলতি সপ্তাহে পরপর দু'দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। যার ফলে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। জানা গিয়েছে, ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার এবং শনিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। মূলত যান্ত্রিক কাজের কারণেই এই দু'দিন বন্ধ থাকবে মেট্রো।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটের মেট্রো অপারেশনটি ব্যাক আপ কন্ট্রোল সেন্টার থেকে অপারেশন কন্ট্রোল সেন্টারে আনা হচ্ছে। সেই কারণেই শুক্র এবং শনিবার বন্ধ থাকবে মেট্রো।
আরও পড়ুন - নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবা, তৈরি হল আধুনিক কারশেড