শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার নিজের পাড়াতেই প্রশ্নের মুখে কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই বছরের উচ্চমাধ্যমিক। ৮২ নম্বর ওয়ার্ডে এদিন পড়ুয়াদের শুভেচ্ছা জানাতে যান ফিরহাদ। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, টাকা নিয়ে শিক্ষকদের চাকরি ! তাতে পড়ুয়াদের ভবিষ্যৎ কী ? এই প্রশ্নে বেশ বিভ্রান্ত দেখায় ফিরহাদকে। দাবি করেন, বিষয়টি আদালতের বিচারাধীন, তাই তিনি কোনও মন্তব্য করবেন না। তবে তিনি স্বীকার করেন, পার্থ চট্টোপাধ্যায় এমন কাজ করতে পারেন, তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। কারণ, এই পার্থদাকে তিনি চেনেন না।
গত কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতির আলোচনায় এই নিয়োগ দুর্নীতি। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ গ্রেফতার হয়েছে একাধিক অভিযুক্ত। সোমবারই এই মামলায় নতুন করে বিরাট টাকার দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। এই ঘটনায় গ্রেফতার হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ইডির দাবি, নিয়োগ দুর্নীতিতে অর্থের পরিমাণ প্রায় সাড়ে তিনশো কোটি টাকা।
তাঁর এই বিষয় সম্পর্কে কিছু জানা নেই। নিজের পাড়ায় দাঁড়িয়ে মঙ্গলবার একথা জানান ফিরহাজ। দাবি করেন, আদালতে এই ব্যাপারে মামলা চলছে। চার্জশিট জমা পড়লেও এখনও দোষ প্রমাণিত হয়নি বলেই দাবি মেয়রের। তবে, যদি সত্যি টাকা নিয়ে চাকরি দেওয়া হয়, সেটা তাদের কাছে লজ্জার বলেও দাবি করেন ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গেই রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তাঁর মত, এমন পার্থদাকে তিনি চেনেন না।