বিরল জাপানি রোগে আক্রান্ত এক ব্যক্তি। মেনিনজাইটিস থেকে সেরে উঠেছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে হারিয়ে ফেলছিলেন শোনার ক্ষমতা। কমতে শুরু করেছিল চোখের দৃষ্টিশক্তি। সারা গায়ে ফুটে উঠেছিল শ্বেতির মতো দাগ।
চিকিৎসকরা জানিয়েছেন, এটি একটি বিরল জাপানি রোগ। যে রোগে আক্রান্ত হয়েছেন মেনিনজাইটিস থেকে সেরে ওঠা ওই ব্যক্তি। বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
আরও পড়ুন- যতকাণ্ড বন্দে ভারতে ! মালদহ স্টেশনে এবার চলন্ত ট্রেনে উঠতে গেলেন এক ব্যক্তি