গাছবাহিত রোগ। বিশ্বে প্রথম আক্রান্ত কলকাতার এক ব্যক্তি। এনডিটিভির একটি প্রতিবেদনে জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় মাইকোলজিস্ট। বয়স ৬১। গাছের ছত্রাকে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি।
ওই ব্যক্তি আক্রান্ত হওয়ার পর বিশেষজ্ঞরা প্রথম জানতে পারেন, গাছের ছত্রাকে আক্রান্ত হতে পারে মানবদেহ। কলকাতার অ্যাপেলো হাসপাতালের গবেষক ড. সোমা দত্ত ও ড. উজ্জ্বয়িনী রায় 'জার্নাল মেডিকেল মাইকোলজি কেস রিপোর্ট' নামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। তাঁরা জানিয়েছেন, গত তিন মাস ধরে শহরের এক হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসা চলছে। গলা ভেঙে গিয়েছে। শরীরে একাধিক সমস্যা হচ্ছে। এর আগে ওই ব্যক্তির এইচআইভি ও ডায়াবেটিস হয়নি।
বিশেষজ্ঞরা কেস রিপোর্টে লিখেছেন, গাছের ছত্রাক থেকেই ওই ব্যক্তির শরীরে এমন রোগ বাসা বেঁধেছে। এই ধরনের রোগ বিশ্বে বিরল। এমন কোনও ঘটনা বিশ্বের কোনও জার্নালে প্রকাশিত হয়নি।