ভারতের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। জাতীয় ক্রাইম ব্যুরোর তালিকায় ফের এই তকমা পেল তিলত্তমা। যদিও মহিলাদের সঙ্গে হওয়া অপরাধের ঘটনায় চার নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। এই তালিকায় শীর্ষে হয়েছে উত্তরপ্রদেশ। সার্বিক ভাবে অপরাধের পাশাপাশি মহিলাদের উপরে অপরাধের শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। এনসিআরবির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই ব্যাপারে সবচেয়ে কম অভিযোগ দায়ের হয়েছে কোয়েম্বাত্তুরে।
রিপোর্টে দাবি করা হয়েছে, গত এক বছরে মহিলাদের উপর অপরাধ সহ সার্বিক অপরাধ অনেকটাই কমেছে কলকাতায়। ওই রিপোর্টে আরও দাবি, মহিলা নিরাপত্তায় আগের চেয়ে আরও নিরাপদ হয়েছে বাংলার রাজধানী। জনসংখ্যার নিরিখে কম হলেও কলকাতার চেয়ে অপরাধ বেড়েছে সুরাত, পুণের মতো শহরে। সেখানে বেড়েছে মহিলাদের উপর অত্যাচারের মাত্রাও।
রিপোর্ট অনুযায়ী, স্থানীয় আইনে অপরাধের সংখ্যাও কলকাতায় তুলনায় কম। ২০২২ সালে কলকাতায় খুন হয়েছিলেন ৩৪ জন। যা অন্য শহরের তুলনায় কম। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ২১৭ জনের।