ছিয়াত্তর পেরিয়ে সাতাত্তরে পা রাখল ভারতের স্বাধীনতা (Independence Day)। কে বলেছে বয়স হলে উদযাপন কমে? ১৪ অগাস্টের সন্ধে নামতেই তিলোত্তমাজুড়ে শুরু হল উদযাপন। তেরঙ্গা আলোয় (Tricolour Light) সেজে উঠল শহরের একাধিক স্থাপত্য, সেতু, স্টেশন।
ভারতের জাতীয় পতাকার সাজে সেজে উঠল হাই কোর্ট (High Court), ভিক্টোরিয়া মেমোরিয়ালেও (Victoria Memorial) তেরঙ্গা আলো। সেজে উঠল শেয়ালদহ স্টেশন (Seakdah Station), হাওড়া ব্রিজ (Howrah Bridge), দ্বিতীয় হুগলী সেতু।
শহরের একাধিক বেসরকারি স্থাপত্যেও লেগেছে স্বাধীনতার রং। সেজে উঠেছে চৌরঙ্গীর ৪২, আইটিসি রয়াল।