দুপুর হয়ে গেলেও আদিবাসী সংগঠনের মিছিলের জেরে এখনও স্তব্ধ কলকাতার একাংশ। কলকাতা পুলিশ জানিয়েছে, এই মিছিলের জেরে মধ্য ও উত্তর কলকাতার একাংশে এর প্রভাব পড়েছে। সকাল ৯টা থেকে হাওড়া ব্রিজ থেকে এই মিছিল শুরু হয়। যার জেরে অফিস টাইমে ব্যাপক যানজট হয়। নাকাল হন অফিস যাত্রীরা।
পুলিশ জানিয়েছে, মিছিল এগানোর সঙ্গেই যানজট বাড়তে থাকে ধর্মতলা, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চাঁদনি চকে। প্রভাব পড়ে উত্তর কলকাতার বিডন স্ট্রিট অঞ্চলে। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়। নিত্যযাত্রীদের অভিযোগ, লঞ্চে উঠেও নিস্তার পাননি। কারণ, অতিরিক্ত ভীড়ের কারণে বেশ কিছু সময়ের জন্য লঞ্চ পরিষেবা বন্ধ রাখা হয়।
আরও পড়ুন : আদিবাসী সংগঠনের মিছিলে অবরুদ্ধ হাওড়া ব্রিজ, নাকাল নিত্যযাত্রীরা
এদিকে, মিছিল ঘিরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে এই মিছিলে অনেক জায়গায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের অভিযোগ, পুলিশ আরও একটু সক্রিয় হলে, ভোগান্তির হাত থেকে রেহাই পাওয়া যেত।